গাজার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-১০ ২২:২৫:৫৬


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, যুদ্ধ শেষে গাজা সম্পূর্ণভাবে তেল আবিবের নিয়ন্ত্রণে থাকবে। শুক্রবার (১০ নভেম্বর) গাজার সীমান্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেছেন।

নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের নাগরিকদের জন্য যাতে কোনো হুমকি না হয় তা নিশ্চিত করার জন্য গাজা উপত্যকাকে সম্পূর্ণ নিরস্ত্র করা হবে।

এর আগে সোমবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, গাজায় ‘অনির্দিষ্টকালের জন্য’ ইসরায়েল নিরাপত্তার দায়িত্বে থাকবে। ওই সময় এর তীব্র সমালোচনা হলে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে গাজা থেকে সরে যাবে ইসরায়েল।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষে ইসরায়েলের উচিত ফিলিস্তিনিদের হাতে গাজার শাসনভার ছেড়ে দেওয়া।

এএ