সাপ্তাহিক দর পতনের ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-১১ ১১:০৩:৪৩


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ৩৩ দশমিক ৬৫ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৩৫ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন লুব্রিকেন্টের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৯৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৬ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর কমেছে ১২ দশমিক ৮৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৬ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ন্যাশনাল টি কোম্পানির ১২.৭২ শতাংশ, অ্যাম্বি ফার্মার ১১.৬৯ শতাংশ, সোনালী আঁশের ১১.২০ শতাংশ, ইমাম বাটনের ৯.৭৩ শতাংশ, এডিএন টেলিকমের ৯.০৭ শতাংশ, জিকিউ বলপেনের ৮.৯১ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ৭.০৪ শতাংশ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস