মামলা বাণিজ্যে থানাগুলো রমরমা: রিজভী
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-১১ ১৯:২১:০৩
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাত নামলেই জনপদে নামছে আতঙ্ক। প্রতিদিন বেশুমার গণতন্ত্রপন্থিদের নামে মামলা হচ্ছে। মামলা বাণিজ্যে থানাগুলো এখন রমরমা। ঘরে ঘরে এখন আতঙ্ক। মানুষের সুখ শান্তি সব ধ্বংস করে জল্লাদের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার। স্বাধীনতা পরবর্তী প্রজন্ম যারা হানাদার দেখেনি তারা এখন রাজাকার এবং হানাদারদের বিভীষিকাময় পরিস্থিতি দেখছে।
শনিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভী।
বিএনপির এই নেতা বলেন, অতীতের মতো আরও একটি একতরফা নির্বাচনের নামে তামাশা করতে আওয়ামী ফ্যাসিস্ট সরকার
বেপরোয়া ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩ সিল মারার নির্বাচনের জন্য বেসামাল এখন সরকার। জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে তার বিভিন্ন বর্গী বাহিনী। তার প্রলয়ঙ্করী তাণ্ডবে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ।
তিনি বলেন, যুদ্ধকালীন নিস্তব্ধ আতঙ্কের পরিবেশের মধ্যে জীবন-যাপন করছে সাধারণ মানুষ। ভিন্নমত প্রকাশ, বহুমাত্রিকতা, গণতন্ত্রের মৌলিক বিষয়গুলো চিরতরে অস্তাচলে যাত্রার অশনি সংকেত দেখতে পাওয়া যাচ্ছে।
এম জি