গাজীপুরে পুলিশের গুলিতে আহত পোশাক শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১১-১২ ১৪:১৪:৪৪


বেতন বাড়ানোর দাবিতে করা বিক্ষোভে গাজীপুরের কোনাবাড়ীতে পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক মো: জামাল উদ্দিন (৪০) মারা গেছেন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ৮ নভেম্বর গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় পুলিশের শটগানের গুলিতে আহত হন ইসলামিয়া গার্মেন্টসের সুপারভাইজার জামাল উদ্দিন। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মো. চাঁন মিয়ার ছেলে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এম জি