যশোর ক্ষুদ্র ও কৃষিঋণ বিতরণ করলো রূপালী ব্যাংক

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-১৩ ১০:৩১:০২


দেশের অন্যতম শীর্ষ সরকারি প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেড যশোর জোনের আওতাধীন এম.কে.রোড কর্পো: শাখা ও এস.এম.আর.রোড শাখা জেলার সদর উপজেলার কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করেছে। রোববার তারা এই কার্যক্রম পরিচালনা করেছে।

এসএমআর রোড শাখায় প্রধান কার্যালয়ের কৃষি ও ক্ষুদ্র ঋণ বিভাগের মহাব্যবস্থাপক মো: ইসমাইল হোসেন শেখ এর উপস্থিতিতে ৩০ জন প্রান্তিক মাশরুম ও সব্জি চাষী, এবং ২০ জন ক্ষুদ্র পর্যায়ের গরুছাগল চাষির মাঝে এক লক্ষ টাকা করে সর্বমোট ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: ইসমাইল হোসেন শেখ, বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক মোঃ আব্দুল বারাকাত, সভাপতি ছিলেন জোনাল অফিস যশোরের উপ-মহাব্যবস্থাপক জনাব প্রকাশ কুমার সাহা। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন এম.কে.রোড কর্পো: শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক মো: সেলিম রেজা।