‘আল-কায়েদার মতো গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করছেন রিজভী’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১৩ ১৪:২৫:৪৭
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আল-কায়েদার মতো গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করছেন রিজভী আহমেদ।
সোমবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, অবরোধ ঘোষণার পর গাড়িতে আগুন দিচ্ছে বিএনপি। তবে আওয়ামী লীগ শান্তি চায়, সংঘাত নয়। তাই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।
মন্ত্রী আরও বলেন, যতদিন বিএনপি আগুন সন্ত্রাস করবে, গ্রেফতার অভিযানও অব্যাহত থাকবে। এসময় নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ দেন হাছান মাহমুদ।
এম জি