নওগাঁ-৩ আসনের সাবেক এমপি আকরামের মৃত্যু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১৩ ১৫:৩৯:৩৬
নওগাঁ-৩ আসনের সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। সোমবার দুপুরে শহরের উকিল পাড়ার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করে তার পরিবার জানান, সোমবার দুপুরে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুম থেকে রুমে যাওয়ার সময় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে ডাক্তার এসে দুপুরে ১টা ৪০ মিনিট তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে আরও জানা যায়, বিকালে তার মরদেহ বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে।
এম জি