জেড ক্যাটাগরির নির্দেশনা কার্যকর হচ্ছে এপ্রিলে
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১১-১৪ ১১:০১:৪২
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কোন কোম্পানি যদি লভ্যাংশ ঘোষণা করতে না পারে তাহলে জেড ক্যাটাগরিতে চলে যায়। তবে করোনা মহামারির সময় এ নির্দেশনাকে স্থগিত করে নতুন নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ওই নির্দেশনায় বলা হয়েছিল পরপর ২ বছর যদি কোন কোম্পানি লভাংশ ঘোষণা করতে না পারে তবে ওই কোম্পানি জেড ক্যাটাগরিতে যাবে না আগের ক্যাটাগরিতে লেনদেন হবে। এই নির্দেশনা শেষ হচ্ছে আগামী এপ্রিল মাস থেকে। এপ্রিল মাসে কোন কোম্পানি লভ্যাংশ দিতে ব্যর্থ হলে সে কোম্পানি জেড ক্যাটাগরিতে চলে যাবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।
তিনি বলেন, করোনা মহামারিতে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় তাদের স্বার্থের কথা বিবেচনা করে আমরা নির্দেশনাটি জারি করেছিলাম। সেই নির্দেশনা এখনও বলবত আছে। তবে ২০২৪ সালের এপ্রিল থেকে এ নির্দেশনা আর থাকবে না। এপ্রিল থেকে আগের নির্দেশনা কার্যকর হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস