সন্ত্রাসী বাহিনী নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে: তথ্যমন্ত্রী

আপডেট: ২০২৩-১১-১৫ ১৫:৫৮:১০


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে আওয়ামী লীগ বিষয়টিকে অভিনন্দন জানাবে। তবে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সন্ত্রাসী বাহিনীরা দেশে নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানবন্ধন শেষে একথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যারা ক্ষমতার জন্য মানুষ পোড়ায়, তাদের সাথে কোনো সংলাপ হতে পারে না। বিএনপি-জামায়াত সরকারকে সরাতে ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে।

মন্ত্রী বলেন, বিএনপি ফিলিস্তিনে ইসরায়েলের হত্যার বিরুদ্ধে একটি কথাও বলছে না। তারা ইসরায়েলের অনুকরণ করে পুলিশ ও হাসপাতালে হামলা চালাচ্ছে।

এম জি