দর পতনের শীর্ষে জেমিনি সী ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-১৫ ১৫:৫০:১৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সী ফুড পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৮৫১ বারে ৩ লাখ ৩৬ হাজার ৯৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে এমবি ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৭১ বারে ১৭ হাজার ৬৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৯১ বারে ৮৭ হাজার ৭৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- লিব্রা ইনফিউশনের ৩.৯৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৩.৭৮ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.৬০ শতাংশ, মেঘনা সিমেন্টের ৩.৪২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২.৯৭ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২.৯০ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের শেয়ার দর ২.৭২ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস