আইসিবির নতুন চেয়ারম্যান ড.সুবর্ণ বড়ুয়া

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১৫ ১৯:৫১:২৬


রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদে নতুন পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.সুবর্ণ বড়ুয়া।

বুধবার (১৫ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগের আদেশ দেয়।

ড.সুবর্ণ বড়ুয়া আইসিবিতে প্রফেসর ড. মো. কিসমাতুল আহসানের স্থলাভিষিক্ত হলেন।

ড.সুবর্ণ বড়ুয়াকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

এএ