বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১১-১৬ ১৪:১৭:১১


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর ) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু এবং সাধারণ সম্পাদক রাসেল আমিন স্বপনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে সদ্য কমিটি পাওয়া নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগ।

এসময় উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম আবুল, অর্থ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি। রাজিবুল হাসান, কার্য নির্বাহী সদস্য স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটি, জহিরুল ইসলাম ইছা, জাতীয় পরিষদ সদস্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ রাসেল আমিন স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটি এবং ২নং ওয়ার্ডের সভাপতি লীগ মোহাম্মদ রাকিব হায়াত কৌশিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজ্জাদ খান সাজু।

এক প্রশ্নের জবাবে স্বপন বলেন, জনবিচ্ছিন্ন বিএনপি-জামাত গং আন্দোলনের নামে দেশে সন্ত্রাস, অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তারা অবরোধের নামে গাড়ি পুড়িয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত করতে চায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায়।

কিন্তু দেশের মানুষ আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, তারা দেশি-বিদেশি এই ষড়যন্ত্র মোকাবিলা করে যথা সময়ে অনুষ্ঠিতব্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে টানা চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।

এ সময় সভাপতি মিঠু বলেন, আমরা নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগকে ঢেলে সাজাতে চাই। তিনি মূল স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে নৌকার জয়ের ব্যাপারে জাগ্রত করতে চাই। শেখ হাসিনার এত উন্নয়ন দেখে বিএনপি নেতাকর্মীদের জ্বালায় বুক পুড়ে যায়।

তিনি আরও বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার জয় সুনিশ্চিত করতে আমরা মাঠে কাজ করছি। ইনশাআল্লাহ নীলফামারী চারটি আসনে নৌকার জয়জয়কার হবে।

এম জি