কলোম্বো গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-১৬ ১৫:০৫:৫৭
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলংকার রাজধানী কলোম্বোর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায় দুপুর একটায় ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে পিটার হাস ঢাকা ছাড়েন।
দূতাবাস সূত্রে জানা যায়, এটি পিটার হাসের পূর্ব নির্ধারিত সফর। তবে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন তার ঢাকা ত্যাগ আলোচনার জন্ম দিয়েছে।
এম জি