ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১১-১৭ ১০:০০:১৩
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ ভোরে ফরিদপুরে অনুষ্ঠিত বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নিতে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে পাঁচ পুলিশ সদস্য রওনা হন। পুকুরিয়া বাস স্ট্যান্ডে এসে পৌঁছালে সিএনজি অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য মারা যান। এছাড়া গুরুতর আহত হন চালক ও বাকি তিন পুলিশ সদস্য। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কয়েকটি টিম সেখানে উদ্ধার কাজ চালায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন— ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। আহত হন কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহিম হোসেন ও মিথোয়াইচিং মারমা। পুলিশ সদস্যদের বহন করা সিএনজিচালিত অটো রিকশাচালকের নাম জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম জানান, ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। পরবর্তীতে আপনাদের সবকিছু জানানো হবে।
এএ