মতিঝিলে ব্যাংকের স্টাফ বাসে আগুন
সানবিডি২৪ আপডেট: ২০২৩-১১-২০ ১৮:৪০:৫৬
রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের গলিতে সোনালী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২০ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে ফায়র সার্ভিস যাওয়ার আগে স্থানীয়রা বাসের আগুন নিভিয়ে ফেলেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হয়েছিল। এরমধ্যে আগুন নিভে যাওয়ার খবর আসায় আর যায়নি তারা।
এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনের গলিতে দাঁড়িয়ে থাকা সোনালী ব্যাংকের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। আগুনে বাসের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
এম জি