রাজশাহীতে ট্রাকে আগুন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১১-২১ ১০:২৫:১৫


রাজশাহী মহানগরীর শিরোইল কলোনীতে একটি ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে কলোনীর স্টেডিয়াম মার্কেটের সামনে ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। এতে কোনো পণ্যও ছিল না। মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি।

পুলিশ বলছে, ঘটনার পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে আগুন নেভায়। জড়িতদের ধরতে অভিযান চলছে।

এম জি