অবরোধ: সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট: ২০২৩-১১-২২ ১১:২১:০৪


বিএনপি-জামায়াত ও সমমনা কয়েকটি রাজনৈতিক দলের ষষ্ঠ দফার অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি।

বুধবার (২২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ২৪ দিনে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর হরতাল-অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে সারাদেশে ১৯৭টি গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগের তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ সময় গড়ে প্রতিদিন প্রায় সাতটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ঢাকা সিটি করপোরেশনে আগুন দেওয়ার ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) এলাকায় সবচেয়ে বেশি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকা দক্ষিণ সিটিতে ৬০টি এবং ঢাকা উত্তর সিটিতে ৩৫টি আগুনের ঘটনা ঘটে।

এম জি