নাটোরে ট্রেনের বগি লাইনচ্যুত
উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১১-২২ ১৫:১৭:৩২
নাটোরের আব্দুল্লাহপুর জংশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (২২ নভেম্বর) দুপুর একটার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
আব্দুলপুর জংশন স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন বলেন, বুধবার দুপুর একটার দিকে পাবর্তীপুর থেকে মালবাহী ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে আব্দুল্লাহপুর জংশন স্টেশনে ঢোকার মুখে পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি উল্টে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, মূল লাইনের ওপর ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় অন্যান্য স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। বিষয়টি রাজশাহী ও পাকশিতে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এম জি