দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-২২ ১৫:৪০:৩৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮৯৬ বারে ১২ লাখ ৫৩ হাজার ৬৭৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে সেন্ট্রাল ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ২৪৬ বারে ১ কোটি ২৫ লাখ ৯৪ হাজার ৩৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ৩৯ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বাটা সু’র শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০ বারে ৬৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফু-ওয়াং সিরামিকের ৪.৩২ শতাংশ, বিডি থাইয়ের ৩.৫১ শতাংশ, পূবালী ব্যাংকের ২.৯৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২.৯২ শতাংশ, সুহৃদের ২.৭৩ শতাংশ, ওয়াইম্যক্সের ২.৫৫ শতাংশ এবং বসুন্ধরা পেপারের শেয়ার দর ১.৮৩ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস