‘নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ সরকার পছন্দ করে নেবে’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-২২ ১৬:২৭:১৩


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উৎসব ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আগামী দিনের সরকার পছন্দ করে নেবে। বুধবার (২২ নভেম্বর) দুপুরে চাঁদপুরে শিক্ষামন্ত্রীর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, নির্বাচনী মনোনয়ন পর্ব শেষ হলে বুঝা যাবে আওয়ামী লীগ জোটবদ্ধ নির্বাচনে যাবে কিনা। কিংবা আমাদের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন, কোন দল বেশি শক্তিশালী, কোন দল কম শক্তিশালী সেটা পরে বুঝা যাবে। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রতিটি সংসদীয় আসনেই আওয়ামী লীগের একাধিক যোগ্য প্রার্থী থাকে। তাই সবার মনোনয়ন চাওয়ার গণতান্ত্রিক অধিকার রয়েছে। মনোনয়ন কাকে দেওয়া হবে, সেটা মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত, কিন্তু চাওয়ার অধিকার সবার আছে। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি