বকেয়া আদায়ে ব্যান্ডউইথ ডাউন করে দিল বিএসসিপিএলসি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-২৫ ২০:৪৬:২২


দেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যান্ডউইথ ডাউন বা সীমিত করে দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। এতে ইন্টারনেটের গতি কিছুটা কমে গেছে। এমন অবস্থায় সরকারের স্বায়ত্বশাসিত সংস্থাটি ব্যান্ডউইথ সীমিত করার ব্যাখ্যা দিয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে ব্যাখ্যা দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বিএসসিপিএলসি’র বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র ভট্টাচার্য্য।

ব্যাখ্যায় বলা হয়েছে, বিএসসিপিএলসি’র কিছু সংখ্যক আইআইজি, আইএসপি এবং আইজিডব্লিউ গ্রাহক দীর্ঘদিন যাবৎ কম্পানির বিপুল পরিমাণ রাজস্ব বকেয়া রাখছে। সরকারি রাজস্ব আদায়ে বিএসসিপিএলসি হতে বারবার তাগাদা ছাড়াও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র মাধ্যমে বকেয়া পরিশোধের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো বকেয়া পরিশোধ করেনি।

এমতাবস্থায় গত ২৪ নভেম্বর রাত ১২টা থেকে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেট সংযোগ বকেয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হারে সীমিত করা হয়।

আশা করা যাচ্ছে যে, প্রতিষ্ঠানগুলো স্বল্প সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করবে এবং ব্যান্ডউইথ সীমিতকরণ পরিস্থিতির উত্তরণ ঘটবে।

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

বকেয়া টাকা পরিশোধ না করায় দেশের ১৯টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কম্পানির ব্যান্ডউইথ ডাউন করে দেওয়া হয়েছে। দেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পাওয়া ব্যান্ডউইথ সেবা দেয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা বিএসসিপিএলসি।

দেশে বর্তমানে প্রায় ২৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ চাহিদা রয়েছে। এর মধ্যে ৫০০ জিবিপিএসর বেশি ডাউন করে দেওয়া হয়েছে।

এএ