ধানমন্ডিতে মৌমিতা পরিবহনের বাসে আগুন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-২৬ ১১:৫১:২৬


রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া গেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে।

আজ শনিবার (১৮ নভেম্বর) গভীর রাতে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, শনিবার (১৮ নভেম্বর) রাত ১১টা ৪৭ মিনিটে ল্যাবএইড হাসপাতালে সামনে মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে আমাদের কাছে। ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করে।

পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করে বলে জানান তিনি।

এনজে