দর পতনের শীর্ষে ঢাকা ডাইং
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১১-২৭ ১৫:৫৪:০১
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ঢাকা ডাইং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৯৩ বারে ২৬ লাখ ৮২ হাজার ৯৮৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৯০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাইয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৪৪ বারে ৮১ লাখ ৮৩ হাজার ৮০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ৩২০ বারে ৭৯ লাখ ৮৯ হাজার ২৪৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- জিলবাংলা সুগারের ৯.৫৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৮.৪৭ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৮.৩৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৮.০২ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৭.৭৪ শতাংশ, মিরাকলের ৭.৩৯ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের শেয়ার দর ৭.১৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস