ইসলামী ব্যাংকের উদ্যোগে শরী‘আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-১১-২৭ ২০:১৬:০৫


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে রাজশাহী জোনের গ্রাহকদের নিয়ে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৫ নভেম্বর রাজশাহী শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মোঃ রেজাউল করিম। মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরী‘আহ সেক্রেটারিয়েট-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা।

রাজশাহী জোনপ্রধান মোঃ মিজানুর রহমান মিজির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রাজশাহী শাখাপ্রধান মুন্সী রেজাউর রশিদ। কর্মশালায় রাজশাহী জোনের নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন।

এএ