১ ঘণ্টায় লেনদেন ৮০ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-২৮ ১১:১১:২২
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, দর কমেছে ২৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮০ কোটি ৭ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে .৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪২৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬ টির, দর কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮৬ লাখ ৫৪ হাজার টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস