দর বৃদ্ধির শীর্ষে এমবি ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-২৮ ১৫:২২:৩৯
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৬৩ বারে ২৭ হাজার ৫১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেন্ট্রাল লিব্রা ইনফিউশনের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ২৫শতাংশ । কোম্পানিটি ১ হাজার ২০২ বারে ৩৯ হাজার ৪৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬৮ শতাংশ । কোম্পানিটি ৮১৬ বারে ৩ লাখ ২৯ হাজার ৬১৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইয়াকিন পলিমারের ৪.১৫ শতাংশ, মুন্নু এগ্রোর ৩.৮৫ শতাংশ, মেঘনা সিমেন্টের ২.৯৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৭২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ২.৪৫ শতাংশ, মুন্নু সিরামিকের ২.২৯ শতাংশ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ২.২৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস