বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-১১-২৯ ১২:২৪:২৪
বাগেরহাট জেলার রামপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ৯টার দিকে রামপাল উপজেলার ফয়লা বাজার সংলগ্ন বাস স্টপেজের কাছে দাঁড়িয়ে থাকা এ বাসটিতে আগুন দেয়া হয়।
আগুনে বাসের সব কটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের রামপাল স্টেশনের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, স্থানীয় জনগণ ও নিকটবর্তী পুলিশ সদস্যরা আগুন নেভাতে শুরু করলেও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক।
কে বা কারা, কি উদ্দেশ্যে বাসে আগুন ধরিয়েছে সেটা জানতে পুলিশ কাজ শুরু করেছে।
এম জি