চুরিতে বাধা দেয়ায় পিয়নকে হত্যা: আসামির আমৃত্যু কারাদণ্ড

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-৩০ ১৫:৪৩:৪৯


রাজধানীর নিউমার্কেটের ট্রপিকাল সেন্টারের ফোরডি ডেভেলপমেন্ট অফিসে চুরিতে বাধা দোওয়ায় পিয়ন খায়রুল ইসলাম বাবুকে গলাকেটে হত্যার অভিযোগে করা মামলায় আসামি রাজিবুল হক ওরফে মুন্নার আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা যায়, নিহত খায়রুল ইসলাম বাবু নিউমার্কেটের সাহেরা ট্রপিকেল সেন্টারে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালের ১০ মে বাসা থেকে বের হয়ে আসেননি। পরে তার অফিসের কনফারেন্স রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মামলার চার্জগঠন সূত্রে জানা যায়, সে বছরের ১১ মে ফোরডি ডেভেলপমেন্টের অফিসে আসামি রাজিবুল হক চুরি করতে আসলে তাকে বাধা দেওয়ায় অফিস লের পিয়ন খায়রুলকে গলায় তার পেচিয়ে হত্যা করা হয়। পরে ছুরি দিয়ে গলায় আঘাত করে মৃত্যু সুনিশ্চিত করা হয়।

এ ঘটনায় ২০১১ সালের ১৫ মে নিহত খায়রুল ইসলাম বাবুর বোন আমেনা বেগম বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর ২০১৩ সালের ৩০ এপ্রিল মামলায় আসামি রাজিবুল হকের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত।

এনজে