দর বৃদ্ধির শীর্ষে সমতা লেদার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-৩০ ১৫:৪৬:৩৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সমতা লেদার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১৭ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১১৫ বারে ৭ লাখ ৪৫ হাজার ২৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আফতাব অটোমোবাইলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ দশমিক ৯৯ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ৩৭২ বারে ৬৫ লাখ ৬০ হাজার ৬৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৯৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা জিকিউ বলপেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ । কোম্পানিটি ১৯২ বারে ৮৯ হাজার ৮০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এমারেল্ড অয়েলের ৯.৯৬ শতাংশ, এডিএন টেলিকমের ৯.৯৩ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৯.৭৯ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৯.৭৫ শতাংশ, শমরিতা হসপিটালের ৯.২৮ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৭.৬২ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৬.৬৭ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস