ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১১-৩০ ১৭:০৯:৪৮
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পাশে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পান স্থানীয়রা। এতে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই ওই এলাকায় টহল বাড়িয়েছে বিজিবি।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।
এএ