সৌম্যকে নিয়ে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-৩০ ২০:০১:৪০
আগামী মাসে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ফরম্যাটের সিরিজের জন্য বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দল ঘোষণা করেছে বিসিবি।
ইনজুরির কারণে এ সফরে কোনো ফরম্যাটের দলেই নেই মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ, নেই সাকিব আল হাসানও। ফলে দুই ফরম্যাটেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘদিন পর দলে ফিরেছেন সৌম্য সরকার। কিউই সফরে দুই ফরম্যাটেই খেলবেন তিনি।
ওয়ানডে দলে প্রথম বারের মতো সুযোগ পেয়েছেন রাকিবুল হাসান। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। লেগ স্পিনার রিশাদ হোসেন জায়গা পেয়েছেন দুই ফরম্যাটের দলে। তানভির ইসলামকে ডাকা হয়েছে টি-টোয়েন্টি দলে।
ওয়ানডে দল
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, এনামুল হক, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী,মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভির ইসলাম ও তানজিম সাকিব।
এএ