সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-০২ ১০:৩৫:৫৮


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩২ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আফতাব অটোমোবাইলসের শেয়ার দর বেড়েছে ২২ দশমিক ৭৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৩ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৬৩ লাখ ৭০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর বেড়েছে ২০ দশমিক ৭০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৯ লাখ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–লিব্রা ইনফিউশনের ১৮.৪৮ শতাংশ, সমতা লেদারের ১৮.৩০ শতাংশ, এডিএন টেলিকমের ১৩.৮৩ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজের ১২.০৯ শতাংশ, শমরিতা হাসপাতালের ১০.১৫ শতাংশ, আইএসএনের ৯.৫৩ শতাংশ এবং ওরিয়ন ইনফিউশনের ৮.৩৬ শতাংশ।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস