রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১২-০৪ ১২:৩৬:৩৫
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের সূর্যদিয়া গ্রামে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস টেনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম খয়ের খা (৭০)। তার বাড়ি রতদিয়া ইউনিয়নের কামিয়া চরে। আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, সূর্যদিয়া রেল গেটে কোন গেটম্যান নেই। সেখানে একটি সতর্কতামূলক নির্দেশনা দেয়া আছে।
নিহত খয়ের খায়ের জামাই ফিটক শেখ বলেন, সকালে বাড়ি থেকে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামে আমার বাড়িতে বেড়াতে আসছিলেন। তিনি কালুখালি এসে একটা ভ্যানে চরে। সূর্যদিয়া রেলগেটে কোনো গেটম্যান নেই। ফলে ভ্যান চালক ট্রেন আসা খেয়াল করেনি। এতে দুইজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বসু জানান, রাজবাড়ী কালুখালী উপজেলার সূর্যদিয়া এলাকায় ট্রেনে কাটা পরে দুইজন নিহত হয়েছে। রেল পুলিশ ঘটনা স্থলে রওনা হয়েছে।
এম জি