আওয়ামী লীগ মোটেই চিন্তিত বা উদ্বিগ্ন নয়: কাদের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-০৪ ১৩:৪৩:৩৩


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চোরাগোপ্তা হামলা, অন্ধকারে অনেক অপকর্ম করছে বিএনপি, কিন্তু বাধা দিয়ে নির্বাচন পণ্ড করতে পারবে না। বিদেশি বন্ধুরাও বুঝতে পেরেছে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মোটেই চিন্তিত বা উদ্বিগ্ন নয়। বিএনপি যতোই বাধা দিতে চায়, ভোটাররাই তাদের প্রতিহত করবে। বিএনপি ও তাদের দোসররা যা করছে, তা নাশকতা।

কাদের বলেন, নাশকতা পরাজিত হবে; বিজয়ী হবে জনগণের শক্তি। ১০ তারিখ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী লীগ সমাবেশ করবে উল্লেখ করে তিনি বলেন, এখানে বিএনপির সাথে পাল্টাপাল্টি কোনো সমাবেশ নয়। বিএনপি সিদ্ধান্ত নিয়েই নির্বাচন বয়কট করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি জানান, ১৪ দলীয় জোটের নির্বাচিত হওয়ার মতো প্রার্থীদের মনোনয়ন দিতে আপত্তি নেই আওয়ামী লীগের।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এটাই নিয়ম হওয়া উচিত। অনির্বাচিত কেউ এসে নির্বাচন করবে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এম জি