দিনাজপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১২-০৫ ১০:৩৭:২২
দিনাজপুর সদর উপজেলায় বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে দিনাজপুর বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আশঙ্কা করা হচ্ছে এটি নাশকতার একটি অংশ।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
এম জি