এবার বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-০৬ ২১:২৪:৪০
রাজধানীর উত্তর বাড্ডায় বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে তিনি হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে নেমে যায়। বাসের এক যাত্রী বলেন, বাসটি গাবতলী থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিল। উত্তর বাড্ডা আসার পর পেছন থেকে যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন। মুহূর্তেই দেখি— বাসের পেছন দিক দিয়ে আগুন জ্বলছে।
এর আগে আজ বিকেল পৌনে ৫টার দিকে মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে ২টি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং ১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এএ