ট্রেন দেখতে গিয়ে সড়কে ভাই-বোন নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১২-০৭ ১১:৪৫:২৪


কক্সবাজারের চকরিয়ায় ট্রেন দেখতে গিয়ে বাসচাপায় দুই শিশু নিহত হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজরায় এ দুর্ঘটনা।

নিহতরা হলো- আব্দুর রহমান (৮) ‍ও সাবা (৬)। তারা ডুলাহাজারা মালুমঘাট এলাকার বাসিন্দা সৌদিপ্রবাসী নাছির উদ্দীনের সন্তান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। দোলহাজারী এলাকায় দুই শিশু সড়ক পার হতে গিয়ে এ বাসচাপায় ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ দুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, শিশু দুটি কক্সবাজারগামী একটি ট্রেন দেখে বাড়িতে ফিরছিল। তারা সড়ক পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এনজে