দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, এটি বৈশ্বিক সমস্যা: দুদক চেয়ারম্যান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-০৯ ১২:৩৭:২৩
দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, এটি বৈশ্বিক সমস্যা। দেশ ও জনগণের জীবনমান উন্নয়নে প্রত্যেক নাগরিককে নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
শনিবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে দুদক। বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এম জি