দর পতনের শীর্ষে সমতা লেদার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-১০ ১৫:৫২:০০


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫২ বারে ২৪ হাজার ৮৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে জিকিউ বলপেনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮০২ বারে ৪ লাখ ৬২ হাজার ৯০৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ১৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯১৪ বারে ১ লাখ ১৬ হাজার ৮৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ১৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এমারেল্ড অয়েলের ৪.২৭ শতাংশ, আজিজ পাইপসের ৩.৮৩ শতাংশ, সোনালী আঁশের ৩.৮২ শতাংশ, মেঘনা পেটের ৩.৫২ শতাংশ, মিরাকলের ৩.৫২ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩.৪৩ শতাংশ এবং বিচ হ্যাচারীর শেয়ার দর ৩.২২ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস