হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১০ ১৫:৫০:১৯
হবিগঞ্জে বিএনপির মানববন্ধনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধও হন।
স্থানীয়রা জানায়, দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের শায়েস্তানগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই এলাকায় একটি বিস্ফোরণের আওয়াজ হওয়ায় পুলিশ মানববন্ধনে বাধা দেয়। এ নিয়ে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
সংঘর্ষে পুলিশ, সাংবাদিক, বিএনপি নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এম জি