সুপ্রিম কোর্টে মইনুল হোসেনের জানাজা সম্পন্ন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১০ ১৬:৫৫:০০


সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনের জানাজা সম্পন্ন হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।

এর আগে মইনুল হোসেনের স্মৃতি স্মরণ করে বক্তব্য দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির। পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেন ছোট ভাই আনোয়ার হোসেন মঞ্জু ও বড় ছেলে জাবেদ হোসেন।

নামাজে জানাজায় অংশ নেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

এর আগে মইনুল হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার দ্বিতীয়ার্ধে (সকাল ১১টার পর থেকে সোয়া একটা পর্যন্ত) আপিল বিভাগের বিচারকাজ বন্ধ রাখা হয়। একই সঙ্গে হাইকোর্ট বিভাগেও দ্বিতীয়ার্ধে (দুপুর দুইটা থেকে সোয়া চারটা) বিচারকাজ বন্ধ রাখা হয়।

প্রসঙ্গত, গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত কর্মকর্তা রাজু আহমেদ।

এম জি