৩ মন্ত্রণালয়ে নতুন অতিরিক্ত সচিব
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১১ ১৮:১৫:৩৯
৩ মন্ত্রণালয়ে নতুন অতিরিক্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে জিয়াউদ্দীন আহমেদকে, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে ইয়াসমিন পারভীনকে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে মোঃ রবিউল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত এসব কর্মকর্তারা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি