আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন
প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১২-১১ ২০:৫২:৪০
রাজধানীর আশুলিয়ায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাজীপুরের চন্দ্রা থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের বাসটি কবিরপুর পৌঁছলে পেছনে আগুন দেখতে পায় যাত্রীরা। পরে চালক বাসটি থামালে যাত্রীরা নিরাপদে নেমে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চালকের দাবি, যাত্রী সেজে বাসটিতে উঠে ছিল দুবৃত্তরা।
এএ