দর পতনের শীর্ষে সী পার্ল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-১২ ১৫:৫০:৫২
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৩শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৪৬৯ বারে ৮ লাখ ৫৬ হাজার ৬৪৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৬১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৩ বারে ১৬ হাজার ৭০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৯৪ বারে ৬৮ হাজার ৫৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২.৫৪ শতাংশ , এসকে ট্রিমসের ২.৪৪ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২.৩৮ শতাংশ , মেঘনা ইন্স্যুরেন্সের ২.২৮ শতাংশ , এরামেল্ড অয়েলের ২.২৭ শতাংশ, সমতা লেদার ২.২৬ শতাংশ এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.১৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস