দিল্লি যেতে পারলেন না মেজর হাফিজ, বিমানবন্দর থেকে ফেরত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১২ ১৭:২৪:৪৭
দিল্লি যাওয়ার সময় বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে তিনি দিল্লি যেতে বিমানবন্দরে যান। বুধবার (১৩ ডিসেম্বর) ফোর্টিস হাসপাতালে তার অস্ত্রোপচারের কথা ছিল।
মেজর (অব.) হাফিজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন তাকে ফেরত পাঠানো হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেন, আমার লাগেজ বিমানে নেয়া হয়েছিল। তবে যেতে দেয়া হয়নি।
সম্প্রতি বিএনপি ছাড়ছেন মেজর হাফিজ, এমন একটি কথা রাজনৈতিক মহলে চাউর হয়। পরে তিনি প্রেস ব্রিফিং করে বিষয়টি খোলাসা করেন। দলীয় বিভিন্ন ইস্যুতে নিজের কষ্ট ও ক্ষোভের কথা বললেও তিনি বিএনপি ছাড়ছেন না বলে জানান।
এএ