রাজধানীর শাহবাগে বাসে আগুন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১৩ ১৫:৫২:১৫
রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুমা আক্তার।
তিনি বলেন, এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশী স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে এ অবরোধ ডাকা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে একের পর এক হরতাল ও অবরোধ কর্মসূচি দিচ্ছে বিএনপি।
এম জি