গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় গ্রেপ্তার ৭

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-১২-১৭ ১৪:৩৮:৩২


গাজীপুরে রেললাইন কেটে ট্রেনে নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ কামাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, ঘটনার পর পুলিশ বলেছিল, রেলপথ কাটার কাজে অক্সিঅ্যাসিটিলিন ও মিথেন গ্যাস ব্যবহার করা হয়েছিল। এ ধরনের কাজে দক্ষ একজনকে গাজীপুরের বাইরে থেকে ভাড়া করা হয়েছিল।

গত বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুরের শ্রীপুরে অক্সিঅ্যাসিটিলিন দিয়ে রেললাইনের শক্ত লোহার পাত গলিয়ে বিচ্ছিন্ন করা হয়। এ সময় মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি কোচ (বগি) লাইন থেকে ছিটকে পড়ে। এতে এক যাত্রী নিহত ও ১১ জন আহত হন।

এম জি