দর বৃদ্ধির শীর্ষে ইভেন্স টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-১৭ ১৫:৫১:৪৭
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইভেন্স টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬২ বারে ১ কোটি ২৭ লাখ ৯৪ হাজার ৮৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৪২৫ বারে ৪০ লাখ ৮২ হাজার ২১৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০কোটি ৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৪৬ বারে ১ কোটি ২ লাখ ১৪ হাজার ১৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-মাইডাস ফাইন্যান্সের ৯.২৬ শতাংশ, জাহিন টেক্সের ৮.৮৯ শতাংশ, কে এন্ড কিউএর ৮.৭২ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৮.৬৪ শতাংশ, এফএএস ফাইনান্সের ৭.২৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এর ৭.০২ শতাংশ এবং ইন্দোবাংলা ফার্মার ৬.৭৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস