আমার সঙ্গে অবিচার করা হয়েছে: মাইজভাণ্ডারী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১৭ ১৯:১৬:৩৯
তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী। ১৪ দলের শরিক হিসেবে নৌকা প্রতীকে চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত হয়েছেন টানা দু’বার। কিন্তু এবার আওয়ামী লীগ তাকে আসন না দেয়ায় নাখোশ হয়েছেন তিনি।
ক্ষুব্ধ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, আমার প্রতি অন্যায়, অবিচার করা হয়েছে। নৌকা দিলে দেবে, না দিলে নাই। আমার কোনো চাওয়া পাওয়া নেই। এতো বছর ধরে এক সঙ্গে ছিলাম। নৌকার পক্ষে ছিলাম। এখন তারা (আওয়ামী লীগ) যদি আমার আত্মীয়কে পছন্দ করে করুক। তারা বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জানাবেন।
তিনি বলেন, আমি চারবারের এমপি। তাই না জেতার মানুষকে আসন দেয়া হবে না- আমার বেলায় সে কথা প্রযোজ্য না। মন্ত্রী হবার জন্যে দর কষাকষি করতে পারতাম এর আগেও, বা উচিত ছিল আমার। কিন্তু করা হয়নি।
নজিবুল বশর আরও বলেন, আমি এক কথা বলাতে, বলছে হচ্ছে না বা মূল্যায়ন হয়নি। আজকে হয়নি, এর আগেও মূল্যায়ন হয়নি। কোন বিবেচনায়, কেন পেলাম না- সেটা বলবো না। কারণ, সময় এখনও আছে।
এম জি