আমেরিকার রক্ত দূষিত করছে অবৈধ অভিবাসীরা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-১২-১৮ ১৩:২১:২২


অনথিভুক্ত অবৈধ অভিবাসীরা আমেরিকার রক্ত দূষিত করছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগেও ট্রাম্প এ ধরনের মন্তব্য করেছিলেন। তার এসব সব মন্তব্য জেনোফোবিক (বহিরাগত বা অপরিচিত মানুষের প্রতি ভীতি) এবং নাৎসি বক্তব্যের প্রতিধ্বনি বলে ব্যাপক সমালোচনা হচ্ছে।

নিউ হ্যাম্পশায়ারে একটি প্রচারাভিযানের অনুষ্ঠানে আসন্ন মার্কিন নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ট্রাম্প মার্কিন-মেক্সিকো সীমান্ত দিয়ে অভিবাসী অনুপ্রবেশের চেষ্টার সমালোচনা করেন।

এ সময় তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে অবৈধ অভিবাসন রোধ ও বৈধ অভিবাসন সীমিত করার প্রতিশ্রুতি দেন। গত সেপ্টেম্বর মাসে রেকর্ডসংখ্যক অবৈধ অভিবাসী মেক্সিকো সীমান্ত দিয়ে ঢুকেছে।

ডারহাম শহরে এক সমাবেশে দক্ষিণ আমেরিকা ছাড়াও এশিয়া ও আফ্রিকা থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে আসছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা আমাদের দেশের রক্ত বিষিয়ে তুলছে। সমগ্র বিশ্ব থেকে তারা আমাদের দেশে এসে ভিড়েছে।

সূত্র: রয়টার্স